প্রতিপক্ষ চিরঞ্জিৎ থেকে বারাসত নিয়ে নিজের লক্ষ্য ; অকপট শঙ্কর - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
উনি ফিল্মি দুনিয়ার লোক । মানুষের জন্য ভাবার কিংবা কাজ করার সময় ওঁর নেই । বারাসতে আনতে হলে গাড়ি পাঠাতে হয় । প্রতিপক্ষ তৃণমূল তারকা প্রার্থী ও দু'বারের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে এভাবেই কটাক্ষ করলেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় । সেইসঙ্গে হেভিওয়েট প্রার্থী হিসাবে চিরঞ্জিৎকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তিনি । জানিয়ে দেন, প্রতিপক্ষ প্রার্থীকে নিয়ে কোনও চিন্তা নেই ৷ বারাসতের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য ৷ ক্ষমতায় এলে বারাসতবাসীর জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রতি দিয়েছেন বিজেপি এই প্রার্থী ৷