আসানসোলের গণনাকেন্দ্রে সায়নী, দেখালেন ভিকট্রি সাইন - তৃণমূল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11609848-684-11609848-1619924544342.jpg)
প্রচারে ঝড় তুলেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ আজ ভোটগণনায় উপস্থিত থাকতে সকালেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছে গেলেন তিনি ৷ গণনাকেন্দ্রে ঢোকার আগে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সায়নী ভিকট্রি সাইনও দেখালেন ৷ এই গণনাকেন্দ্রে আরও চারটি বিধানসভা আসনের ভোটগণনা হবে ৷