চুঁচুড়ার বিশলপাড়ায় লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, নাটক বললেন অসিত - locket-chatterjee
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11350167-thumbnail-3x2-pppp.jpg)
রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ ৷ বিজেপির তরফে হুগলির চুঁচুড়াতে প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায় ৷ এদিন চুঁচুড়ার বিশলপাড়ায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এবিষয়ে তিনি বলেন, "এখানে 65 ও 66 নম্বর বুথে ছাপ্পা ভোট করছিল তৃণমূল ৷ আমি যখন বুথে যাই তখন পুরো ঘটনা আমার নজরে আসে ৷ তারপরই আমার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু হয় ৷ " পাল্টা দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার ৷ তিনি বলেছেন, " এটা লকেটের নাটক ৷ ও জানে এখানে ও হারবে ৷ তাই প্ররোচনা করে , নিজেদের লোককো দিয়ে এই ঘটনা ঘটিয়েছে ৷ "
Last Updated : Apr 10, 2021, 1:03 PM IST