রাজ্যে শিল্প-কর্মসংস্থানই প্রধান ইস্যু; বললেন সূর্যকান্ত - সৃজন ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
উনি যুব সমাজকে কী আহ্বান জানাবেন, তৃণমূল দলটাই তো উঠে যাবে ৷ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন সূর্যকান্ত মিশ্র ৷ এদিন সিঙ্গুরে সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম নেতা ৷ বলেন, কৃষির সঙ্গে সঙ্গে শিল্প দরকার রাজ্যে ৷ কর্মসংস্থানই আসল ইস্যু ৷