হারার ভয়ে উত্তেজনা ছড়াচ্ছে বিরোধীরা : রাজ
🎬 Watch Now: Feature Video
ষষ্ঠ দফার নির্বাচন আজ ৷ ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী ৷ সকাল থেকে বুথে বুথে ঘুরে দেখে নিচ্ছেন ভোট কেমন চলছে ৷ কী দেখলেন রাজ৷ সকাল থেকে অভিজ্ঞতা কেমন ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷ ভোট গ্রহণ পরিদর্শন করে উচ্ছ্বসিত রাজ চক্রবর্তী ৷ এই ভাবে বুথ পরিদর্শন করা তিনি বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন ৷ তিনি বলেন, বুথের কাছে আসতেই কিছু বিজেপি কর্মী তাঁকে দেখে হইচই শুরু করাতে তিনি তাঁদের অনুরোধ করেন উত্তেজনা না ছড়িয়ে ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে ৷ রাজ আরও বলেন, "উত্তেজনা ছড়িয়ে ভয় দেখিয়ে ভোট হওয়ার থেকে না হওয়া ভাল ৷" বিরোধীদের নিয়ে রাজ বলেন, "আমার কারুর সঙ্গে ব্যক্তিগত কোনও সমস্যা নেই ৷ সবাই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত ৷ আমার সমস্যা আদর্শগত ৷ বিজেপির কর্মকাণ্ডের সঙ্গে আমার আদর্শ মেলে না ৷ বিজেপির কর্মী-সমর্থকরা মারধর অশান্তি করে ৷ আমি এসব পছন্দ করি না ৷" রাজের কথায়, বিরোধীরা হেরে যাওয়ার ভয় পাচ্ছে ৷ তাই উত্তেজনা ছড়াচ্ছে ৷ সব শেষে রাজ জানালেন, এলাকায় ভোট এমনি শান্তিপূর্ণই চলছে ৷ আর ভোট রাজের কাছে গণতন্ত্রের উৎসব ৷ সবাই যাতে সুষ্ঠুভাবে নিজেদের ভোট দিতে পারেন এটাই তিনি চান ৷