কাঁকসায় অজয় নদের ধারে চলছে নাকা চেকিং - নদীর ধারে চলছে নাকা চেকিং
🎬 Watch Now: Feature Video
পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায় রয়েছে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন । অন্যদিক বীরভূমে ভোট হবে অষ্টম দফায় । এই পরিস্থিতিতে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সীমান্তবর্তী এলাকা কাঁকসার কৃষ্ণপুরের অজয় নদের ধারে চলছে নাকা চেকিং । কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ ও কাঁকসা থানার পুলিশের কড়া নজরদারিতে চলছে নাকা চেকিং । নির্বাচনের আগে পর্যন্ত এভাবেই নাকা চেকিং চলবে বলে জানিয়েছে পুলিশ ।