মৌন মিছিল থেকে দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি লাভলীর - Lovely Maitra joins silent procession in Sonarpur
🎬 Watch Now: Feature Video
চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন মারা যাওয়ার ঘটনায় দিলীপ ঘোষের বক্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি ৷ দিলীপ ঘোষ বলেন, ভোটের সময় এইরকম শীতলকুচির মতো ঘটনা বিভিন্ন জায়গায় ঘটতে পারে । রাজ্য সভাপতির এহেন মন্তব্যে বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড় ৷ এবার এই বক্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র ৷ প্রতিবাদ মিছিলটি ডাক দেওয়া হয়। কালো ব্যাচ পরে মুখে কালো কাপড় লাগিয়ে সোনারপুর মোড় থেকে প্রতিবাদ মিছিলটি করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের । মিছিল শেষে অভিনেত্রী বলেন, দিলীপ ঘোষ প্রত্যক্ষভাবে খুনের হুমকি দিচ্ছে ৷ দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন তিনি ।