ডোমকলের সারাংপুরে বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা - সারাংপুরে বোমা উদ্ধার
🎬 Watch Now: Feature Video
অষ্টম দফার ভোট আজ ৷ সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে ৷ এবার ডোমকল বিধানসভার কেন্দ্রের 5 নং অঞ্চল সারাংপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার হল একাধিক বোমা। একটি বাজারের ব্যাগে করে ঝোপার আড়ালে রাখা ছিল বোমগুলি। বোমাগুলি এলাকাবাসীর নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায় । বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী ।