বামেদের গতি বাড়াতে পথে হাল্লাগাড়ি - বাম
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11096982-thumbnail-3x2-halla-gari.jpg)
একুশে বারবারই নতুন চেহারায় দেখা যাচ্ছে বামেদের । প্রার্থীতালিকায় এসেছে নতুন চমক । নতুন এক ঝাঁক যুব মুখ দেখা গিয়েছে তালিকায় । আর সেই যুবশক্তির উপর ভর করেই নতুন ভাবে প্রচারে নেমেছে বামেরা । একের পর এক নতুন গানের পর এবার পথ নাটিকার মাধ্যমে প্রচারে বাম । গরম-নরম বার্তায় বিরোধিদের কটাক্ষ থেকে মানুষের মন ছুঁয়ে যাওয়া । সবই যেন রয়েছে এই পথ নাটিকাগুলিতে । নতুন এই প্রচারের নাম হাল্লাগাড়ি ।