জওয়ানের কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধ - শারীরিকভাবে অক্ষম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 1, 2021, 5:56 PM IST

Updated : Apr 1, 2021, 6:15 PM IST

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সাগর, পাথর প্রতিমা, গোসাবার পাশাপাশি চলছে কাকদ্বীপে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে মিলছে নানা অশান্তির খবর ৷ আর সেখানে ভিন্ন ছবি ধরা পড়ল কাকদ্বীপের 112 নম্বর ও 112 (a) অক্ষয় নগরী জ্ঞানময়ী বিদ্যানিকেতন বুথে। মূলত এই বুথে 1200 ভোটার রয়েছে ৷ এই বুথের ভোটার কাকদ্বীপের বাসিন্দারা যোগেন্দ্র রায়। শারীরিকভাবে অক্ষম যোগেন্দ্র বাবু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কোলে চড়ে এলেন ভোটকেন্দ্রে । ভোট দিলেনও একইভাবে ৷ আইটিবিপি ব্যাটেলিয়নের জওয়ান প্রকাশ শর্মা এদিন নিজেই দায়িত্ব নিয়ে ওই ভোটারকে বুথে নিয়ে যান । এবং দায়িত্ব সহকারে তাঁকে ভোটদানে সহযোগিতা করেন। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে তখন এই বিরল ছবি ধরা পড়ল কাকদ্বীপে ৷
Last Updated : Apr 1, 2021, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.