দুর্গাপুরের রেললাইনে বোমা উদ্ধার - দুর্গাপুর পূর্ব রেল গেট
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11237216-thumbnail-3x2-durgapur.jpg)
রেল লাইনে বোমা । উদ্ধার করল রেল পুলিশ । বৃহস্পতিবার দুর্গাপুর পূর্ব রেল গেট থেকে দুই কিলোমিটার দূরে তথা দেশবন্ধু নগর কলোনি থেকে পাঁচশ মিটার দূরে 167/27এ লাইনের মাঝে বোমা পড়ে থাকতে দেখে কর্মরত কর্মীরা । খবর দেয় রেল পুলিশে । বোমাগুলি উদ্ধারের পর আরও বোমা আছে কি না তা কুকুর নিয়ে যৌথভাবে খতিয়ে দেখছে জি আর পি ও রেল পুলিশ । এই ঘটনায় বড় কোনও উদ্দেশ্য আছে কি না তাও জানার চেষ্টা চলছে ।