চাঁপদানিতে পদ্ম-প্রচারে মনোজ - west bengal election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11211865-369-11211865-1617111427612.jpg)
"যারা গুন্ডামি করবে, মানুষকে বুথে ভয় দেখাবে । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।" এদিন কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশকে সমর্থন করেছেন সাংসদ মনোজ তেওয়ারী। মঙ্গলবার চাঁপদানি বিধানসভার জি টি রোড থেকে বেল্টিং বাজার পর্যন্ত মিছিল করেন তিনি ৷ চাঁপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং-এর সমর্থনে ব়্যালি করেন ভোজপুরি অভিনেতা ৷ প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে কর্মী সমর্থকরা মিছিল করে।