সুজাতার তপশিলি মন্তব্যে কুশপুত্তলিকা দাহ বিজেপির - assembly election 2021
🎬 Watch Now: Feature Video
তপশিলি জাতি ও উপজাতি নিয়ে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ অশালীন মন্তব্য করেছিলেন ৷ তারই প্রতিবাদে আজ বিষ্ণুপুরের ডায়মন্ড হারবারে বিজেপি কার্যালয়ের সামনে প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করা হয় ৷ বিজেপি নেতাদের দাবি, দেশের মহান সংবিধান রচনা করেছিলেন বি আর আমবেদকর ৷ তিনিও দলীত পরিবারের ছেলে ৷ তাঁকেও অপমান করা হয়েছে ৷ উপযুক্ত শাস্তি দাবি জানায় বিজেপি কর্মীরা ৷