ঢোল-হরিনামে রঙীন প্রচার বিজেপি প্রার্থীর - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
একে তো রবিবার । তার উপর দোল উৎসব । ভোটের বাজারে এমন সুযোগ হাতছাড়া করতে চাইছে না কোনও পক্ষই । এমন মওকা হাতছাড়া করলেনও না বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ । ঢোল বাজিয়ে হরিনাম সংকীর্তনে বসন্ত উৎসব পালন করলেন তিনি । রবিবার সকাল থেকেই নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারতে দেখা যায় বিজেপি প্রার্থীকে । স্থানীয় এক মন্দিরে গোপাল ঠাকুরের বন্দনাও করেন তারকবাবু । এবিষয়ে তিনি বলেন, ‘‘বসন্ত উৎসব হল রঙের ছোঁয়া । সেই ছোঁয়ায় আগামীদিনে বসিরহাট নতুনভাবে গড়ে উঠবে ৷’’