নববর্ষে নাচের তালে মাতলেন অগ্নিমিত্রা, চাইলেন সোনার বাংলা গড়তে - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
আজ বাঙালির নববর্ষ ৷ বর্ষের প্রথম দিনে নাচের তালে মাতলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আজ বার্নপুরের প্রান্তিক ক্লাবে নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে রাম লক্ষণ, কৃষ্ণ, হনুমান নানান সাজে সেজে নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয় ৷ পাশাপাশি সংকীর্তন অনুষ্ঠানও চলে ৷ এদিন মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে কোমর দোলান অগ্নিমিত্রা। নাচে গানে ভরপুর হয়ে ওঠে নববর্ষের অনুষ্ঠান। অগ্নিমিত্রা পাল বলেন, "নববর্ষে সবার সুস্থ থাকার কামনা করি যাতে আগামী দিনে আমরা সোনার বাংলা গড়তে পারি।" উল্লেখ্য, এদিন দক্ষিণ আসানসোলের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে প্রভাতফেরীর মাধ্যমে নির্বাচনী প্রচারে এক ক্ষুদে শিল্পীর সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় ৷