ফের প্রার্থী হয়ে আমডাঙায় উন্নয়ন বার্তা দিলেন রফিকুর - west bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11096012-630-11096012-1616307916636.jpg)
আগামী 22 এপ্রিল আমডাঙা বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগে তৃণমূলের তরফে প্রকাশিত 67 পাতার নির্বাচনী ইস্তাহার স্থানীয়দের কাছে তুলে ধরলেন আমডাঙা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রফিকুর রহমান সাহেব ৷ নির্বাচনী ইস্তাহারে প্রকাশিত গ্রামবাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথাও তিনি উল্লেখ করেন এদিন ৷ পাশাপাশি সংশ্লিষ্ট ভোটারদের কাছে আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনাও করেন তিনি ৷