দর্শনার্থীবিহীন কুমারীপুজো সম্পন্ন বেলুড় মঠে - Belur Math Kumari pujo celebrated without visitors
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9293315-thumbnail-3x2-howrah.jpg)
কোরোনা প্রকোপের কারণে এবছর দর্শনার্থীবিহীন দুর্গোৎসব পালিত হচ্ছে বেলুড়মঠে । ভক্ত সমাগম না হলেও যথানিয়মে কুমারীপুজো সম্পন্ন হল । অষ্টমীর সকাল ন'টায় শুরু হয় কুমারীপুজো । 9 টা 45-এ শেষ হয় । মধ্যমগ্রামের বাসিন্দা বছর ছ'য়েকের অদ্রিজা মুখোপাধ্যায়কে উমা নামে পুজো করেন শ্রী দুর্গা চৈতন্য মহারাজ । কোরোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই পুজো হচ্ছে বেলুড় মঠে ।
Last Updated : Oct 24, 2020, 12:32 PM IST