Beedi Worker Agitation : পুরুলিয়ায় পথ অবরোধ বিড়ি শ্রমিকদের - Beedi Worker Agitation
🎬 Watch Now: Feature Video
বিড়ি শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত হল পুরুলিয়া ৷ বৃহস্পতিবার বর্ধিত মজুরির দাবিতে আন্দোলন করলেন বিড়ি শ্রমিকরা ৷ পুরুলিয়ার ঝালদা-1 ব্লকের পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক অবরোধ করে বিড়ি শ্রমিক সংঘ (beedi workers block road at purulia) ৷ যার জেরে ওই পথে যান চলাচল ব্যাহত হয় । আধ ঘণ্টা ধরে অবরোধ চলার পর ঝালদা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা । অবরোধের পর ঝালদা শহরে একটি মিছিল করেন আন্দোলনকারীরা ।