কোনটা সমুদ্র, কোনটা গার্ডওয়াল, কোনটা রাস্তা... যশের গর্জনে রুদ্ররূপ বঙ্গোপসাগরে - Cyclone Yaas hits Odisha West Bengal
🎬 Watch Now: Feature Video
সকাল থেকে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি । সঙ্গে দমকা ঝড় । সমুদ্র ফুঁসছে । রুদ্ররূপ ধারণ করেছে প্রকৃতি । ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই ভয়ঙ্কর হয়েছে সমুদ্র । সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল । সকাল থেকে ওড়িশা ও বাংলার সমুদ্র উপকূলে প্রবল জলোচ্ছ্বাস । ঘড়িতে তখন সকাল 9 টা বেজে 15 মিনিট । নির্ধারিত সময়ে আগেই বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ল যশ । সমুদ্র তখন আরও উত্তাল । উচু উচু ঢেউ । রীতিমতো তাণ্ডবলীলা চলল বালেশ্বর ও পার্শ্ববর্তী এলাকায় । যশের প্রভাব কলকাতায় সেভাবে পড়েনি । তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় । উপকূলের গ্রামগুলিতে হু হু করে জল ঢুকতে থাকে । কোনটা সমুদ্র । কোনটা গার্ডওয়াল । কোনটা রাস্তা । কিছুই বোঝার উপায় নেই । দিঘা... মন্দারমনি... ফ্রেজারগঞ্জ... শঙ্করপুর... সব জায়গা একই ছবি । রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লাখেরও বেশি বাড়ি । ভেঙে গিয়েছে কমপক্ষে 138টি বাঁধ । সমুদ্রের জল ঢুকে প্লাবিত একের পর এক গ্রাম ।
Last Updated : May 26, 2021, 8:06 PM IST