বাংলা থেকে মুছে যাবে তৃণমূল : অর্জুন সিং - Mamata Bandyapadhyay
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দোপধ্যায়ের সমালোচনা শোনা গেল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গলায় । অণ্ডালের জনসভায় তিনি বলেন ," বাংলায় আর তৃণমূল দলটাই থাকবে না, এই দলটাই উঠে যাবে । আমি কিছু দিন আগে বলেছিলাম কী জানুয়ারির মধ্যের মধ্যে মমতা ব্যানার্জীর সরকার সাংবিধানিক সংকট এসে যাবে । আপনি দেখেছেন কালকে একজন মন্ত্রী বলছেন আমি আর এই দলে থাকছি না, সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম । আজকে হাওড়ার মেয়র বলছেন আমি আর এই দল আর করব কি না করব ভাবতে হবে । আমি এখন সারা দিনের মধ্যে যদি 2 হাজার ফোন ধরি তাহলে দেড় হাজার ফোন এটাই আসে ,কী দাদা আমরাই তৃণমূল কংগ্রেসে কেন, যেহেতু আপনারা জানেন আমি তৃণমূল কংগ্রেস করতাম একটা সময়। মমতা ব্যানার্জির সঙ্গে ইঁটে ইঁট পেতে আমরা তাঁর বাড়িতে বসে আলোচনা করতাম রাজনীতি করতাম , দলকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা আনার জন্য অনেক লড়াই করেছি । অনেক পাপ-পুণ্য করেছিলাম আমরা । কিন্তু মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পরে যে সিঁড়ি দিয়ে উঠেছিলেন সব সিঁড়ি ভেঙে নিজে ক্ষমতায় এলেন । আর যারা অত্যাচার করেছিল সিপিএমের লোকেরা , তারা মমতা ব্যানার্জীর খুব কাছের লোক হয়ে গেল । আপনারা দেখেছিলেন যে রাজ্জাক মোল্লা, দক্ষিণ 24 পরগনায় শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছিল, সেই রাজ্জাক মোল্লা ওনার মন্ত্রিসভায় আসীন হলেন । "