সেরা প্রতিমায় বিশ্ব বাংলা শারদ সম্মান বারাসতের কল্যাণকৃৎ সংঘের - Bishwa Bangla Sarad Samman in Barasat news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4666241-thumbnail-3x2-barasat.jpg)
সেরা প্রতিমার জন্য ইতিমধ্যেই 'বিশ্ব বাংলা শারদ সম্মান' পেয়েছে বারাসতের কল্যাণকৃৎ সংঘ ৷ এই বছর তাদের প্রতিমা ডাকের সাজে সেজে উঠেছে ৷ যা নজর কেড়েছে দর্শনার্থীদের ৷ 59তম বর্ষে কল্যাণকৃৎ সংঘের থিম 'পরিবেশের ভারসাম্য বজায়' ৷ মণ্ডপে ঢোকার সময়ে চোখে পড়বে একদিকে প্রাকৃতিক পরিবেশ ৷ অন্যদিকে রয়েছে পরিবেশের ক্ষয় ৷ বিভিন্নভাবে তা ফুটিয়ে তোলা হয়েছে ৷