পাত পেড়ে মুড়ি খেতে ভিড় কেঞ্জাকুড়ার মুড়িমেলায় - কেঞ্জাকুড়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 19, 2020, 9:31 PM IST

কেঞ্জাকুড়াতে আয়োজিত হল বাঁকুড়ার বিখ্যাত উৎসব মুড়িমেলা ৷ মূলত এই উৎসবটি কেঞ্জাকুড়ার মুড়িমেলা হিসেবে পরিচিত ৷ হাজার হাজার মানুষ নদীর চরে বসে মুড়ি মেখে খান এই উৎসবে । প্রতিবছর মাঘ মাসের চার তারিখে এই মুড়িমেলা অনুষ্ঠিত হয় । প্রায় 200 বছর ধরে চলে আসছে এই মেলা । কথিত আছে, এখানে মুড়ি খেলে নাকি জীবনীশক্তি বেড়ে যায় । নদীর তীরে সঞ্জীবনী মন্দির রয়েছে ৷ সেখানে তিনদিন ধরে নামসংকীর্তন এবং পূজা হয় । শুধু স্থানীয় গ্রামগুলি নয়, বাঁকুড়া জেলা এবং রাজ্যের অন্যান্য জেলায় এমনকী ভিন রাজ্য থেকেও অনেকে আসেন এই মেলার আনন্দ উপভোগ করতে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.