বিধিনিষেধের দ্বিতীয় দিনেও বাঁকুড়ায় দেখা গেল একইরকম পুলিশি তৎপরতা - বাঁকুড়া পুলিশ
🎬 Watch Now: Feature Video
রাজ্য সরকারের ঘোষিত কার্যত লকডাউনের নব নির্দেশিকা চালু হওয়ার দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রমরমিয়ে চলছিল দোকানপাট। তাই গতকালের মতো একই রকম পুলিশি তৎপরতা দেখা গেল বাঁকুড়ায় ৷ বেলিয়াতোড় থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বেলিয়াতোড়, ছান্দার, বৃন্দাবনপুরে টহলদারি চালায়। অন্যদিকে বাঁকুড়ার বেশ কিছু শুনশান এলাকার ছবিও ফুটে উঠল এদিন ৷