"আমার রাজনৈতিক জীবন প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য" - নেপাল মাহাত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8638259-thumbnail-3x2-napal.jpg)
"প্রণব মুখার্জি যে কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তা আমি জানতাম ৷ চেয়েছিলাম, তিনি সুস্থ হয়ে উঠুক ৷ কিন্তু, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ আমার রাজনৈতিক জীবন প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর অবদান ছাড়া পুরুলিয়া, ঝালদায় উন্নয়নমূলক কাজ সম্ভব হত না ৷ সংকটকালে আমি যখনই তাঁর সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমার পাশে দাঁড়িয়েছেন ৷ তিনি আমার অভিভাবকের মতো ছিলেন ৷ বাবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল ৷ বাবা আর উনি একসময় MP ছিলেন ৷" প্রণববাবুর স্মৃতিচারণায় বললেন বাঘমুণ্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ৷