চকোলেট ও ফুল দিয়ে হেলমেট পরে বাইক চালানোর সচেতনতা স্কুল পড়ুয়াদের - chocolate and flowers
🎬 Watch Now: Feature Video
'সেফ ড্রাইভ সেফ লাইফ' প্রকল্পকে কার্যকর করতে এবার নতুন পন্থা নিল স্কুল পড়ুয়ারা ৷ পুলিশি ভয় কিংবা ফাইন কোনওকিছুতেই পরোয়া নেই যাদের ৷ তাদের চকোলেট ও ফুল দিয়ে সচেতন করছে পড়ুয়ারা ৷ এই রকম মানবিক উদ্যোগে বাইক আরোহীরাও সাড়া দিচ্ছেন ৷ কেউ কেউ নিজের ভুল স্বীকার করে বলেন, এরপর থেকে হেলমেট পরেই বাইক চালাবেন ৷ দেখুন সেই ভিডিয়ো ...