Gangasagar Mela 2022 : সংক্রমণ রুখতে সাগরমেলার শেষবেলায় পথে নামল পুলিশ - কাকদ্বীপের খবর
🎬 Watch Now: Feature Video
সাগরমেলার শেষবেলায় সংক্রমণ রুখতে নামল সুন্দরবন জেলা পুলিশ (kakdwip news) ৷ মঙ্গলবার দুপুরে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাকদ্বীপ এলাকায় অভিযান চালায় পুলিশ (gangasagar mela 2022) । মাস্কহীনদের ধমক দেওয়ার পাশাপাশি চলল আইনি হুঁশিয়ারি ৷ যদিও পরে সকলকে সতর্ক করে প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেন পুলিশ কর্মীরা । সুন্দরবন জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ।