বন্ধ নির্বীজকরণ, পথ কুকুরদের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত দুর্গাপুরবাসীর - পথ-কুকুরের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10356957-thumbnail-3x2-janata.jpg)
দুর্গাপুরে চকচকে রাস্তা । নেই কোনও খানাখন্দ । তবে পথচারীদের প্রধান সমস্যা সারমেয় । এই পথ কুকুরদের কারণেই প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা । শুধু তাই নয়, কুকুরের কামড় থেকেও বাদ যাচ্ছেন না কেউ । পৌরসভার উদ্যোগে আগে শহরের কুকুরের নির্বীজকরণের কাজ করা হলেও বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে । কীভাবে মিলবে এর থেকে নিস্তার । ইটিভি ভারতের @জনতায় দুর্গাপুর থেকে সেই সমস্যাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৌমেন বন্দ্যোপাধ্যায় ।