নেই পার্কিং জ়োন, 'পথ খুঁজছে' বারাসতবাসী - people of Barasat facing traffic problem
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনা জেলার সদর শহর । দু'টি জাতীয় সড়কের মিলনস্থল এই বারাসত । বড় বড় মার্কেট কমপ্লেক্স, কোর্ট, স্টেশন, বড় বড় স্কুল, কলেজ কী নেই এখানে । কিন্তু, একটাই সমস্যা এখানে । যানজটের সমস্যা । আর তার প্রধান কারণ হল পার্কিং জ়োনের অভাব । কলোনি মোড় থেকে হেলা বটতলা, কোর্ট চত্বর কোথাও নির্দিষ্ট পার্কিং জ়োন নেই । বেআইনিভাবে রাস্তার যেখানে-সেখানে গড়ে উঠছে পার্কিং জ়োন । নির্দিষ্ট জায়গায় পার্কিং জ়োন করা হলে যানজটের সমস্যা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা । অভিযোগ শুনলেন আমাদের প্রতিনিধি রাজু বিশ্বাস ।