নামেই আদর্শ গ্রাম, কোনও বাড়িতে নেই শৌচাগার - West Bengal assembly election
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10522561-thumbnail-3x2-janata.jpg)
বার্নপুর শিল্প শহরের হীরাপুরের ঢয়ড়া পাড়া এলাকার এই গ্রামই আদর্শ গ্রামের তকমা পেয়েছিল । কিন্তু আদর্শ গ্রামই নির্মল নয় ! সেখানে কোনও বাড়িতেই শৌচাগার নেই । পানীয় জল থেকে শুরু করে রাস্তা সবই ইস্কোর তরফ থেকে করা হয়েছিল । ছোটো ছোটো শৌচাগারও বানিয়ে দেওয়া হয়েছিল । কিন্তু এখন সেই শৌচাগারগুলিতে ঝুলছে তালা । শৌচকর্মের জন্য মাঠে-ঘাটে, রাস্তায় যেতে হয় । সবথেকে বেশি সমস্যা হয় মেয়ে-বউদের । তাঁদের অভাব-অভিযোগের কথা শুনলেন আমাদের প্রতিনিধি তারক চট্টোপাধ্যায় ।