ড্রেনের জল ঢুকছে বাড়িতে, উদাসীন প্রশাসন - বেনফেড লেন এলাকা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9833735-thumbnail-3x2-jnt.jpg)
বাড়িতে ঢুকছে ড্রেনের জল । সমস্যায় পড়েছেন বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বেনফেড লেন এলাকার বাসিন্দারা । অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনও লাভ হয়নি । ইটিভি ভারতের @ জনতায় সেই সমস্যার কথাই জানালেন আমজনতা ।