অকারণে পথে নামলেই আসানসোল পুলিশের অভিনব শাস্তি - অকারণেই পথে নামলেই আসানসোল পুলিশ দিচ্ছে শাস্তি
🎬 Watch Now: Feature Video
বাংলায় কার্যত লকডাউন পরিস্থিতি ৷ অনেকেই রাজ্যের এই কড়াকড়ি মানছেন ৷ আবার কেউ মানছেন না ৷ এবার আসানসোলে যাঁরা কর্যত লকডাউনকে উপেক্ষা করে বেরচ্ছেন, তাঁদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের আজব শাস্তির ৷ একটা উদাহরণ দেওয়া যাক ৷ এক টোটো চালক টোটো নিয়ে বেরিয়েছেন ৷ স্বাভাবিকভাবেই তিনি বিধিনিষেধ ভঙ্গ করেছেন ৷ সেকারণে পুলিশ সেই টোটো চালককে টোটো থেকে নামিয়ে দীর্ঘপথ টেটো ঠেলতে বাধ্য করছে ৷ সেরকম ভাবেই যাঁরা যে যান নিয়ে রাস্তায় বেরচ্ছেন, তাঁদের সকলকেই একইরকম শাস্তি দিচ্ছে আসানসোলের ট্রাফিক পুলিশ ৷