Asansol tribal agitation: 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে প্রশাসনের দরজায় আদিবাসীরা
🎬 Watch Now: Feature Video
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও বহু আদিবাসী (Asansol tribal agitation) এলাকায় ডাইনি অপবাদ (blaming people as witch) দেওয়ার চল রয়েছে । অসহায় মহিলাকে কুসংস্কারের বশে ডাইনি বলে অপবাদ দিয়ে তাঁর উপর চালানো হয় অকথ্য অত্যাচার । এমনকী অনেককে গ্রামছাড়া পর্যন্ত করা হয় । এ বার এই 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেন আদিবাসী সমাজের মানুষজন । একটি আদিবাসী সংগঠনের (Asansol tribal organisation) বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আসানসোলে (Asansol news) পশ্চিম বর্ধমান জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন । এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছেও ডেপুটেশন জমা দেন তাঁরা । আদিবাসী সমাজের নেতার বক্তব্য, "এই সমাজে এখনও দগদগে ডাইনি প্রথা । আমরা চাই সতীদাহ প্রথার মতো এই প্রথাকেও অবলুপ্ত করা হোক । পাশাপাশি জনসমাজে সচেতনতা বৃদ্ধি করে কুসংস্কার দূর করা হোক ।"