অত্যাধুনিক মর্গ তৈরি হল আসানসোল জেলা হাসপাতালে - হাসপাতাল মর্গ
🎬 Watch Now: Feature Video
অত্যাধুনিক মর্গ তৈরি হল আসানসোল জেলা হাসপাতালে । একদিকে সমগ্র মহকুমা যেমন আছে, তেমনই পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া, বাঁকুড়ার প্রান্তিক অঞ্চল থেকে প্রচুর মানুষ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসেন । মর্গে জায়গার অভাব, মৃতদেহ থেকে দূষণের অভিযোগ ছিল ৷ সেই কথা মাথায় রেখেই আধুনিকীকরণ ৷ জেলার মধ্যে এই মর্গটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় । মোট 41টি ট্রে বিশিষ্ট, শীতাতপ নিয়ন্ত্রিত এই মর্গে রয়েছে আধুনিক সমস্ত ব্যবস্থা ।