প্যান্ট খুলে বাড়ি পাঠাবে মানুষ, দিলীপ ঘোষের উদ্দেশে অনুব্রত - Anubrata Mondal in Purba Bardhaman
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10009025-thumbnail-3x2-anubrata.jpg)
"বেশি বাড়াবাড়ি করলে এখানকার মানুষ দিলীপ ঘোষকে প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে ।" কেতুগ্রামে এক জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । বলেন , "দিলীপ ঘোষ যেভাবে আজেবাজে কথাবার্তা বলছেন... মেরে দেব, কেটে দেব, সেইসব কথা মানুষ মেনে নেবে না ।" কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেছিলেন, বীরভূমে তৃণমূল কর্মীদের ফাটা বাঁশে করে পেটাবে । সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "সেটা তো দেখা যাবে কে কাকে বাঁশে করে পেটায়। তবে দিলীপবাবুর লজ্জা থাকলে এখানে সভা করার সাহস দেখাবেন না ।"