"হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত - মল্লারপুর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 16, 2020, 8:15 AM IST

Updated : Jul 16, 2020, 9:21 AM IST

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ? আমি মুখে যা বলতে পারি, কিন্তু কাজ বন্ধ রাখবি না । নাহলে আমি কিন্তু ছাড়ব না, একথা বলে রাখলাম ৷’’ পঞ্চায়েতকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "যদি সরকারি টাকায় রাস্তা ও নর্দমা সংস্কার না হয় তাহলে পরবর্তী খাতে টাকা দেব না ৷ দ্রুত রাস্তা তৈরি হওয়া চাই ৷"
Last Updated : Jul 16, 2020, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.