"পশ্চিমবঙ্গে দেশবিরোধী, সন্ত্রাসবাদী, হিন্দু বিরোধী সরকার চলছে" - অযোধ্যার রাম মন্দির
🎬 Watch Now: Feature Video
অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে BJP-র পক্ষ থেকে আজ সকালে কাঁকসার রাজবাঁধের হনুমান মন্দির থেকে একটি পদযাত্রার আয়োজন করে ৷ সেখানে সংবাদ মাধ্যমে পশ্চিম বর্ধমানের BJP জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, "দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে দেশবিরোধী, সন্ত্রাসবাদী, হিন্দু বিরোধী সরকার চলছে,তাই আগামীকাল লকডাউন রেখেছে ৷ এতে বাংলার মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছে ৷ দীর্ঘ 500 বছর মন্দির মসজিদ বিবাদের পর আগামীকাল অযোধ্যার রামমন্দিরের ভূমি পুজো হতে চলেছে ৷ আর এই সরকার সেদিনই লকডাউন রেখেছে ৷"