কোরোনাকে জয় করে ফিরলেন ৮০ বছরের "ঠাম্মা", পাড়ায় উচ্ছ্বাস - কোরানা
🎬 Watch Now: Feature Video
বার্নপুরের পুরানহাট এলাকার একটি গলি থেকে গতরাতে শোনা গেল হাততালির শব্দ ৷ উপলক্ষ, এক 80 বছর বয়সি বৃদ্ধার কোরানা জয়ের সংবর্ধনা ৷ পাড়ার এই "ঠাম্মা"-র অগাস্ট মাসের 1 তারিখে কোরোনা ধরা পড়ে । তারপর সুস্থ হয়ে তিনি গতকালই বাড়ি ফিরলেন ৷ উচ্ছ্বাসের সাথে বৃদ্ধাকে বরণের সেই দৃশ্যই দেখুন ভিডিয়োয়...
Last Updated : Aug 12, 2020, 4:39 PM IST