মাদারিহাটে হাতির হানা, মৃত 1 - জলদাপাড়া বনবিভাগ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7523791-455-7523791-1591595434794.jpg)
বুনো হাতির হানায় মৃত এক । মৃতের নাম রথু ওরাঁও(34) । মাদারিহাটের ছেকামারি এলাকার ঘটনা । আজ সকালে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি ৷ খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা ও মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থানে আসে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সকালে চাষাবাদ করার জন্য বাড়ি থেকে রথু বের হয় । পথেই হাতিটি তাঁকে আক্রমণ করে । পিষে দেয়৷ পুলিশ রথুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে ।