মাদারিহাটে হাতির হানা, মৃত 1

By

Published : Jun 8, 2020, 12:04 PM IST

thumbnail

বুনো হাতির হানায় মৃত এক । মৃতের নাম রথু ওরাঁও(34) । মাদারিহাটের ছেকামারি এলাকার ঘটনা । আজ সকালে লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি ৷ খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা ও মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থানে আসে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সকালে চাষাবাদ করার জন্য বাড়ি থেকে রথু বের হয় । পথেই হাতিটি তাঁকে আক্রমণ করে । পিষে দেয়৷ পুলিশ রথুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.