সেবার খোঁজ নিয়েছিলেন বিউলির ডাল আর পুঁই শাকের - আমতায় প্রণব মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
তখন তিনি দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজে তিনি ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এক নামে চেনে দেশের সমস্ত নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। ঠিক সেই সময়ই শেষবার নিজের প্রথম কর্মস্থল আমতা এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আমতার তাজপুর মহেন্দ্রনাথ রায় ইনস্টিটিউশনে পড়ানোর সময় যে চক্রবর্তী বাড়িতে তিনি থাকতেন, সেখানে এসে তার প্রিয় গোলক চক্রবর্তীকে পছন্দের পুঁইশাক আর বিউলির ডালের কথা জিজ্ঞাসা করেছিলেন প্রণববাবু। তাঁর প্রয়াণে এ রকমই একাধিক স্মৃতিচারণায় আমতার চক্রবর্তী পরিবার।