ভাইপো-র দাদাগিরি বন্ধ করতে বাংলায় পরিবর্তন চাই : অমিত শাহ - তৃণমূলকে আক্রমণ অমিত শাহর
🎬 Watch Now: Feature Video
"বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে, আজকের ভিড় সেই বার্তা দিচ্ছে ।" বোলপুরের রোড শো থেকে বললেন অমিত শাহ । ফের একবার রাজ্যে পরিবর্তনের ডাক দেন তিনি । বলেন, "বাংলার জনতা পরিবর্তন চায় । ভাইপো-র দাদাগিরি বন্ধ করার করার জন্য পরিবর্তন চায় । তোলাবাজি বন্ধ করতে, রাজনৈতিক হিংসা বন্ধ করতে পরিবর্তন চায় । "