শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল তাই দল ছেড়েছে : সৌগত - শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল বললেন সৌগত রায়
🎬 Watch Now: Feature Video
"শুভেন্দু অধিকারী উচ্চাভিলাষী । তাঁর মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল । কিন্তু দল ওকে তেমন কোনও নিশ্চয়তা দেয়নি । তাই দল ছেড়েছে শুভেন্দু ।" উত্তর 24 পরগনার আমডাঙা-আওয়ালসিদ্ধি মোড়ে এক অনুষ্ঠানে এসে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । তিনি আরও বলেন, "শুভেন্দু আগে থেকেই বিজেপির সঙ্গে কথা বলে নিয়েছিল । আমরা যখন শুভেন্দুর সঙ্গে কথা বলেছিলাম তার আগেই ডিল করা ছিল ।"