অমর্ত্য সেন শুধু বাংলা নয়, ভারতের সম্পদ : বিমান বসু - Amartya Sen is not only the pride of Bengal but also of India says biman basu
🎬 Watch Now: Feature Video
"অমর্ত্য সেন শুধু বাংলার নয়, দেশের সম্পদ । তাঁর বিরুদ্ধে এই ধরনের আপত্তিকর মন্তব্য খুব দুঃখজনক। তাঁকে নিয়ে বিজেপি, তৃণমূলের পারস্পরিক কটূক্তি সঠিক নয় ৷ বরং রাজ্য সরকারের উচিত বিশ্বভারতীর সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা ৷ প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সমস্যা সমাধানের উপায় বের করা । এখন দেখছি শুধু তরজা চলছে । অমর্ত্য সেনকে নিয়ে এটা ঠিক হচ্ছে না।" হাওড়ায় একটি অনুষ্ঠানে এসে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷