গ্রামে ঢুকে ছাগল নিয়ে গেল কুমির : ভিডিয়ো - jaysree river
🎬 Watch Now: Feature Video
সুন্দরবনে বাঘের উপদ্রব রোজনামচা । কুমির লোকালয়ে ঢুকে গোরু-ছাগল নিয়ে যাচ্ছে এমন ঘটনা আগে দেখেছে সুন্দরবনবাসী । কিন্তু জয়শ্রী নদীর পাড়ে কৃষ্ণ দাস পুর কলোনির লোকজন এবার প্রথম দেখল একটি প্রমাণ সাইজ়ের কুমির লোকালয়ে ঢুকে একটি ছাগল নিয়ে আবার নদীতে চলে যাচ্ছে । ছাগলটিকে বাঁচানোর চেষ্টা করেছিল স্থানীয়রা । তবে শেষ রক্ষা হয়নি । দেখুন সেই ভিডিয়ো ।