কাঁকসায় স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ - মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
কাঁকসার মলানদিঘি ডাকবাংলো এলাকায় বেআইনি পুকুর ভরাট আটকালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ অভিযোগের তির স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে ৷ বুধবার বিকেলে জেসিবি দিয়ে স্থানীয় একটি পুকুর ভরাটের কাজ হচ্ছিল ৷ বেশ কিছুদিন ধরে এই প্রক্রিয়া চললেও গতকাল স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা এর বিরুদ্ধে সরব হন ৷ তাঁদের দাবি , যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জল সংরক্ষণের কথা বলছেন সেখানে পুকুর ভরাট কেন হবে ৷ কাঁকসার মলানদিঘি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ পাশাপাশি মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে ৷ এবিষয়ে মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে ৷ এনিয়ে তদন্ত করে দেখবেন ও ব্যবস্থা নেবেন ৷