বিজেপির মহিলা মোর্চার ধর্না মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - বিজেপির মহিলা মোর্চার ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হলো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9992017-798-9992017-1608809556844.jpg)
বিজেপির মহিলা মোর্চার ধর্না মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, শাসকদলের বিরুদ্ধে নিজেদের কর্মীদের মারধরের অভিযোগও তুলেছে গেরুয়া শিবির ৷ আজ ঘটনাটি ঘটেছে চাঁচলে ৷ এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাবে বিজেপি ৷ যদিও এমন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল ৷ তাদের বক্তব্য, একুশের ভোটের আগে মানুষের সহানুভূতি আদায় করতে এটা বিজেপির ছক ৷ নারী সুরক্ষার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা৷ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মালদাতেও শুরু হয়েছে সেই কর্মসূচি ৷