রতুয়ায় বানভাসিদের ক্ষোভের মুখে রাজ্যের দুই মন্ত্রী

By

Published : Oct 2, 2019, 11:46 PM IST

thumbnail

আজ মালদার রতুয়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী জাভেদ খান ও গোলাম রব্বানি ৷ কিন্তু রতুয়ার বন্যা কবলিত এলাকায় পা রাখতেই ব্লক প্রশাসনিক ভবনের সামনে দুই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান বন্যা দুর্গত সাধারণ মানুষ ৷ জাভেদ খান বলেন, "স্থানীয় মানুষজন কেন বিক্ষোভ দেখালেন, তা আমার জানা নেই ৷ তা বিক্ষোভকারীদের কাছে জেনে নিন ৷ গতকাল দুপুর ১টায় মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন ৷ আমরা আজ চলে এসেছি ৷ এর থেকে তাড়াতাড়ি আর করা যায় না৷ আমরা মানুষের সমস্যা দূর করতে এসেছি৷ কেউ যদি বিক্ষোভ করতে চান, তাঁরা বিক্ষোভ দেখাতে পারেন ৷ এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার ৷ এতে আমাদের বলার কিছু নেই ৷ মুখ্যমন্ত্রীকে সমস্ত রিপোর্ট জানাব ৷ আইন মেনে আমাদের চলতে হয়৷ কেউ যদি দাবি করে আকাশ থেকে তারা এনে দাও, আমি তা পারব না ৷ প্রশাসনের তরফ থেকে যাতে কোনও গাফিলতি না থাকে, সকলের কাছে যাতে ত্রাণ পৌঁছায় তা দেখতে এসেছি ৷" দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.