পাশ করেও চাকরি না পেয়ে ক্ষোভ প্যারা-মিলিটারি পরীক্ষার্থীদের - কুলটির খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9526272-366-9526272-1605189456487.jpg)
প্রায় তিনবছর আগে SSC-GD পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, মেডিকেল ও ফিজিকাল টেস্টে পাশ করেও প্যারা মিলিটারিতে আজও নিয়োগ হয়নি । তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীরা । আজ আসানসোলের কুলটিতে KCC ময়দানে জমায়েত করে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা । প্রায় 50 জন পরীক্ষার্থী প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বিক্ষোভে দেখান ।