অমিত-সফরের আগে বিশ্বভারতীর গেটে পুড়ল কুশপুতুল - Shantiniketan news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9937838-599-9937838-1608385538783.jpg)
আগামীকাল বিশ্বভারতীতে আসছেন অমিত শাহ । তার আগে আজ সন্ধেয় বিশ্বভারতীর গেটে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও উপাচার্যের কুশপুতুল দাহ করলেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা । এছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন, এমন অনেক বাম সমর্থকও ছিলেন আজকের কর্মসূচিতে । "অমিত শাহ গো ব্যাক" স্লোগান দিতে দিতে বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে মিছিল করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুশপুতুল দাহ করা হয় ।