মাটি খুঁড়ে উদ্ধার দেবী মূর্তি, 20 বছর বন্ধ খনন কাজ - শলদা গ্রাম
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার জয়পুর থানার অন্তর্গত শলদা গ্রাম ৷ কুড়ি বছর আগে মোরাম তুলতে গিয়ে একটি পাথরের প্রতিমা উঠে এসেছিল ৷ কারও মতে এটা বরাহ অবতার, কারও মনে হয় দুর্গার এক রূপ ৷ গ্রামবাসীরা পুজোও করেন নিয়মিতভাবে ৷ তারপর থেকেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গ্রামে খনন কাজে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরে ওই সময়ের অনেক অজানা তথ্য পাওয়া যেতে পারে বলেই এই নিষেধাজ্ঞা ৷
Last Updated : Oct 2, 2019, 8:40 PM IST