কোরোনা পরিস্থিতি সামলে খুলছে হাওড়া রেল মিউজ়িয়াম - Howrah Railway Museum opened
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9981759-thumbnail-3x2-wb-pic.jpg)
কোরোনা পরিস্থিতি সামলে 9 মাস পর খুলতে চলেছে হাওড়া রেল মিউজ়িয়াম । রবিবার থেকে সাধারণের জন্য এই মিউজ়িয়াম খুলে দেওয়া হবে । পূর্ব রেল সূত্রে জানা গেছে, কোরোনা সংক্রমণের সময় যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই সাধারণকে মিউজ়িয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে । মিউজিয়ামের মধ্যেও দর্শকদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজ়ার ও মাস্ক ব্যবহার করতে হবে । পূর্ব নির্ধারিত সময় সূচি মেনেই খোলা থাকবে রেল মিউজ়িয়াম । এই মিউজ়িয়ামে রয়েছে বাষ্পচালিত ইঞ্জিন, ভিন্টেজ কামরা, পুরানো লন্ঠন সিগন্যাল, টেলিফোন যন্ত্রাংশ সহ অনেক কিছু ।